ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে তিনি দেখতে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে, হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে সোমবার ইফতারি করতে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ।