ইউক্রেনের বাখমুত অঞ্চলে যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের মোকাবিলায় ‘পোড়ামাটি নীতি’ গ্রহণ করেছে। বাখমুতে শত্রুপক্ষের কাজে লাগতে পারে এমন সবকিছু ধ্বংস করছে তারা। আজ সোমবার এমন দাবি করেছেন ইউক্রেনের পদাতিক বাহিনীর প্রধান কর্নেল জেনারেল ওলেক্সান্দার সাইরিস্কি।

জেনারেল ওলেক্সান্দার বলেন, শত্রুপক্ষ সিরিয়া থেকে উদ্ভূত তথাকথিত পোড়ামাটি কৌশলে চলে গেছে। বিমান হামলা ও গোলাবর্ষণ করে তারা (রুশ বাহিনী) বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। বাখমুত রক্ষার লড়াই অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খুবই কঠিন তবে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

যুদ্ধে ইউক্রেনের পদাতিক বাহিনীর নেতৃত্বে থাকা এই জেনারেল আরও বলেছেন, বাখমুতে হামলা চালানোর জন্য রাশিয়া ইউক্রেনে ছত্রীসেনা ইউনিট ও বিশেষ বাহিনী নিয়ে এসেছে। ইউক্রেনের এই সেনা কমান্ডারের দাবি, বাখমুতে রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের সেনারা ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ায় মস্কো এই কৌশল নিয়েছে।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের ভয়াবহ লড়াই চলছে। দোনেৎস্ক অঞ্চলের এ শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যদিকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও।

এর আগে গত গ্রীষ্মেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের শহর সিয়েভিয়েরোদোনেৎস্কে রুশ বাহিনীর বিরুদ্ধে পোড়ামাটি কৌশল গ্রহণের অভিযোগ তুলেছিল কিয়েভ। সেখানে রুশ বাহিনীর অবিরত হামলার মুখে গত বছরের জুলাইয়ের দিকে ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হলে শহরটির নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা।