তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে ফের পাকিস্তানের বর্তমান প্রশাসনকে তুলোধুনা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এ প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে ইমরানের মন্তব্য, নিজেদের কাজকর্মের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানকে ঠাট্টার জায়গায় পৌঁছে দিয়েছে এ সরকার।
শনিবার এক টুইটে সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়ে ইমরান লেখেন, ‘শাসকের আসনে বসে থাকা ওই বিপজ্জনক ভাঁড়েরা বুঝতেই পারছে না যে এক জন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া এফআইআর আর ভুয়া রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে পাকিস্তানের ভাবমূর্তির ক্ষেত্রে কত বড় ক্ষতি করে ফেলছে তারা…। বিশ্বের সামনে তারা পাকিস্তানকে হাসির পাত্র করে তুলছে।’
পাঞ্জাব প্রদেশের নির্বাচন সংক্রান্ত দেরি নিয়ে চলা মামলায় সুপ্রিম কোর্টের রায় অমান্য করা প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন ইমরান। তার দাবি, এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাচ্ছে হয়তো।
ইমরানের টুইট, ‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে কি বার্তা পৌঁছবে যখন দেশের সরকার খোদ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে চলছে না? লগ্নিকারীরা তাদের চুক্তির নিরাপত্তা আশা করেন। যার অর্থ, তারা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চান। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরকার নিজেই যদি সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে তা হলে তারা আর ভরসা পাবেন কোথা থেকে?’ সূত্র: জিওটিভি।