আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এ উপলক্ষ্যে মেয়র, সাধারণ আসনের ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য অঞ্চল ভিত্তিক সহকারী রিটার্নিং অফিসার (এআরও) নিয়োগ ও তাদের অধিক্ষেত্র বন্টন করা হয়েছে। রবিবার মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, ১ থেকে ৫৭ নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর এবং ১ থেকে ১৯ নং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগকৃত ১৯ জন সহকারী রিটার্নিং অফিসারের অধীক্ষেত্র বন্টন করা হয়েছে।

তিনি জানান, নির্বাচনে যাতে প্রার্থীগণ সহজে মনোনয়ন সংগ্রহ ও জমাদানসহ নির্বাচনী কাজ করা যায়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি সংরক্ষিত কাউন্সিলর পদ এবং ৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য একজন করে এআরও দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তা আরো জানান, রবিবার আমরা একটি সভা করেছি। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অবৈধ সকল প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। আমি আশা করি সকলেই আমাদের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবেন।

তিনি জানান, আইন শৃংখলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ, আচরণবিধি ও অন্যান্য নির্বাচনী বিষয় যাতে সঠিকভাবে বজায় থাকে সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, গত ৫ এপ্রিল সিটি নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের পরদিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে সাঁটানো বিভিন্ন ধরণের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট এবং দেয়ালে লিখন আগামি ১৩ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যাক্তি/ প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং মুছে ফেলার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।