ঢাকা টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ের পরও মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি টাইগার কাপ্তান সাকিব আল হাসান। অপর প্রান্তে তার সঙ্গী মুশফিকুর রহিম কিছুটা রক্ষণশীল ভঙ্গিতে ব্যাটিং করছিলেন।

তবে সতীর্থ সাকিবের সেঞ্চুরি মিসের হতাশাড় মতো ভুল করেননি মুশফিক। আইরিশ পেসার মার্ক এডায়ারকে দারুণ এক বাউন্ডারি মেরে সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল।

এডায়ারের আউটসাইড অফের বল থার্ডম্যান দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল ব্যাটে লেগে উইকেটরক্ষক-স্লিপের মাঝ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে।

১৩৫ বলে মিস্টার ডিপেন্ডেবল দেখা পান ক্যারিয়ারের দশম সেঞ্চুরির। ১৩টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরির ইনিংসটি সাজান মুশফিক। এর আগে ফিফটি পেয়েছিলেন ৬৯ বলে।

এ রিপোর্ট লেখার সময় অবশ্য ১০২ রানের লিডও নিয়ে ফেলেছে বাংলাদেশ। এ সময় টাইগারদের রান ৬৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ । ১২৪ রান নিয়ে মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ ব্যাট করছিলেন ১৮ রান নিয়ে।