বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) রবিবার ‘বায়ার সেফ ইউজ এমবাসেডর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এবং বায়ার ক্রপ সায়েন্স- বাংলাদেশ এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, উন্নত শিক্ষাদান ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে। এখানকার ছাত্র-ছাত্রীরা তাদের মেধা ও যোগ্যতায় দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, যে জাতি টেকনোলজিতে যত এগিয়ে আছে, সে জাতি তত উন্নতি লাভ করেছে। তিনি দক্ষ জনশক্তির উপর জোর দেন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, বায়ার সেফ ইউজ এম্বাসেডর প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য হলো- বালাইনাশক এর নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতনতা তৈরি করা। বায়ার ক্রপসায়েন্স গ্লোবালী নানা পর্যায়ে কৃষি সম্পৃক্ত নানা শ্রেণি পেশাজীবীদের এবং কৃষকদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই এম্বাসেডর প্রোগ্রাম পরিচালনা করছে। যাতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পড়াশুনা বা থিসিস বা রিসার্স চলাকালীন সময়ে এবং চাকুরী জীবনে নিজেরা এবং সংলগ্ন কৃষকদের মাঝে এই সচেতনতা প্রচার এবং নিশ্চিত করতে পারে। তারাও হতে পারে সেফ ইউজ এর এম্বাসেডর।

অনুষ্ঠানে বায়ার বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কি একাউন্ট এন্ড নিউ বিজিনেস ডেভেলপমেন্ট এর ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, ফিল্ড স্যলুউশন এর কান্ট্রি লিড মোঃ রেজাউল করীম ও ম্যানেজার মোঃ আমানুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।