শেষ পর্যন্ত বাংলাদেশের দুশ্চিন্তায় সত্যি হলো। বৃষ্টি কারণে ভেস্তে গেল বিশাল সংগ্রহ, নিশ্চিত হাতছাড়া হলো জয়। বাংলাদেশের রেকর্ড গড়ার দিনে জিতল বৃষ্টি! ম্যাচ পরিত্যক্ত হওয়ার কাট-অফ টাইম ছিল ৯.৩৩ মিনিট। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে।
এক ইনিংস শেষ হয়েছিল পুরোটাই। মুশফিকুর রহিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। আইরিশদের সামনে তাই লক্ষ্য ছিল ৩৫০ রানের। শক্তিমত্তা বিবেচনায় যা বলতে গেলে প্রায় অসম্ভবই হতো সফরকারীদের জন্য।