মাঠের বাইরে নানা সময়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা মেলে সাকিব আল হাসানের। কখনো ব্যবসায়ী সাকিব, কখনো রাধুনি সাকিব, কখনো অভিনেতা সাকিব আবার কখনো দেখা মেলে মানবিক সাকিবের৷ তবে ‘ছাত্র’ সাকিবের দেখা পাওয়া বিরল ঘটনা। কিন্তু এবার এআইইউবি’র সমাবর্তন অনুষ্ঠানে দেখা গেল ছাত্র সাকিব আল হাসানকে। এআইইউবি’র সমাবর্তনের মঞ্চে কালো-সবুজ গাউন গায়ে দেখা মেলে সাকিব আল হাসানের। ৩৫ বছর বয়সে এসে আজ গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন সাকিব। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে শিক্ষাক্ষেত্রের এই স্বীকৃতি নিলেন তিনি। ২০০৯-১০ সেশনে এআইইউবির বিবিএ ভর্তি হন সাকিব। তবে ক্রিকেটের ব্যস্ততার ফলে ভর্তির ১৪ বছর পর এসে আজ স্নাতক শেষ করলেন তিনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করার সম্মানসূচক মেডেল গ্রহণ করেন সাকিব। সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’ স্নাতক শেষ করে বেশ উচ্ছ্বসিত সাকিব আল হাসান। বিষয়টাকে টেস্ট ক্যাপ পাবার মতো আনন্দের বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল (সমাবর্তনের কালো হ্যাট দেখিয়ে), ক্যাপটা যখন পেয়েছিলাম ঠিক সেই অনুভূতি হচ্ছে আজকে।’ সাকিব আরো যোগ করেন, ‘তিন বছর হয়ে গেছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করে জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’
বিবিএ পাশ করলেন সাকিব, বললেন টেস্ট ক্যাপ পাবার অনুভূতি হচ্ছে
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....