সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিন ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগানে উত্তাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিক্ষোভের সময় এমন শ্লোগান দিতে শোনা যায় বিএনপি সমর্থিত আইনজীবীদের।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। বিক্ষোভে তারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ভোটকেন্দ্রের সামনে এলে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা পাল্টা স্লোগান দিয়ে তাদের ধাওয়া করে। এতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। এতে দুপুর ১২টা থেকে উভয় দলের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এ সময় পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে সরকার-সমর্থকরা ভোটগ্রহণ চালিয়া যাচ্ছেন।