বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার বিকাশের লক্ষ্যে প্রামাণ্যকার পর্ষদ প্রবর্তিত ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ এর প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা, ‘চলচ্চিত্রাচার্য আলমগীর কবির প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ এবং ‘চলচ্চিত্রকার তারেক মাসুদ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ প্রদান উপলক্ষ্যেধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবনে আগামী ১৭ ও ১৮ মার্চ ২০২৩ খৃষ্টাব্দে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাণে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট চিত্রগ্রাহক ও শিক্ষক মোঃ মকসুদুল বারীকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শায়ান।
২ দিনের আয়োজনে প্রতিযোগিতার প্রামাণ্যচিত্রসমূহের পাশাপাশি উদ্বোধনী প্রদর্শনী হবে ব্রাত্য আমিনের প্রামাণ্যচিত্র ‘কোম্পানিদেশ’।দুইদিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত সূচী দেয়া হলো।
অনুষ্ঠান সূচী
১৭ মার্চ ২০২৩ (শুক্রবার)
বিকাল ৫:০০ প্রামাণ্যচিত্র পুরস্কার ও ‘আজীবন সম্মাননা’ প্রদান
সাংষ্কৃতিক পর্ব – শায়ান এর গান – স্থান : মূল মিলনায়তন
সন্ধ্যা ৭:০০ পুরস্কৃত ২টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী স্থান : মূল মিলনায়তন
১৮ মার্চ ২০২৩ (শনিবার) সকাল ১১:০০ প্রামাণ্যচিত্র প্রদর্শনী – ‘বধ্যভূমিতে একদিন’ (০২:০৩:৪৭)
পরিচালনাঃ কাওসার চৌধুরী – স্থান : মূল মিলনায়তন
মধ্যাহ্নভোজের বিরতি
বিকাল ৩:০০ ‘বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার প্রেক্ষাপট’ শীর্ষক মত বিনিময় সভা -স্থান: সেমিনার কক্ষ
নাস্তার বিরতি
বিকাল ৫:০০ উদ্বোধনী প্রদর্শনী – ‘কোম্পানিদেশ’ (৩২:২৫) পরিচালনাঃ ব্রাত্য আমিন
প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকার প্রামাণ্যচিত্র প্রদর্শনী – ‘জীবাশ্ম’ (২০:০০)
পরিচালনাঃ জিয়াউল হক রাজু -স্থান:মূল মিলনায়তন
সন্ধ্যা ৭:০০ ‘মাটিশ্বর’ (২৯:৩৫) পরিচালনাঃ চৈতন্য রাজবংশী
‘ডিকোডিং জেন্ডার’ (৩২:১০) পরিচালনাঃ রাওয়ান সায়েমা
‘প্রাণবিক’ (১৫:১০) পরিচালনাঃ রাশেদ মানিক
‘ওয়ার্কঃ ইয়ার টু ইয়ার’ (৩৩:৫৩) পরিচালনাঃ নেহেরু রঞ্জন সরকার
‘সাঁওতাল – দ্য সঙ অফ অ্যারোস’ (৩০:৩০) পরিচালনাঃ মিজানুর রহমান-স্থান : মূল মিলনায়তন
স্থানঃ ছায়ানট সংস্কৃতি ভবন
বাড়ি- ৭২, সড়ক- ১৫/এ, ধানম-ি আ/এ, ঢাকা-১২০৯