জয়পুরহাটে এক কিশোরীকে অপহরণের অভিযোগ নুরনবী ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার গভীর রাতে জয়পুরহাট উপজেলার দোগাছী এলাকা থেকে ভিকটিমসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের মোতলেব হোসেনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, বগুড়ার জেলার আদমদিঘী উপজেলার পালোয়ানপাড়া এলাকায় নুরনবী একটি দোকানে কাজ করত। কাজ করার সময় একই এলাকার ১৫ বছরের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে পরিবারে জানাজানি হলে ঐ কিশোরী নুরনবীর সাথে সম্পর্ক রাখে না। এতে নুরনবী ক্ষিপ্ত হয়ে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার (১৩ মার্চ) সকালে রাস্তা থেকে জোড়পূর্বক ওই কিশোরীকে অপহরণ করে তার জয়পুরহাটের দোগাছী এলাকার বাড়িতে নিয়ে আসে।
পরে কিশোরীর মা থানা ও র্যাবকে অভিযোগ করলে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার করে নুরনবীকে গ্রেপ্তার করে।