তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সরকারকে টান দিয়ে ফেলতে গেলে তাদের কোমর ভেঙে যাবে আর হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে।
সারা দেশে আন্দোলন আর পদযাত্রার নামে বিএনপি-জমায়েতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রবিবার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড় শের-ই বাংলা পার্কের মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে। এই কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন, ইসলামের কথা বলে, নারায়ে তকবির আল্লাহু আকবর বলে, যারা আক্রমণ চালায় বা অন্য সম্প্রদায়ের ওপর হামলা করে তারা ইসলামের শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সমাবেশ করে দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে। তাদের আর কিছু নেই। সন্ত্রাস আর অশান্তি সৃষ্টি করাই ওদের কাজ। জনগণকে সাথে নিয়ে, নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব, সতর্ক থাকব। বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের প্রতিহত করবো। এ সময় তিনি জানান, নির্বাচনে বিজয় ছিনিয়ে এনে আবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে আমরা ঘরে ফিরে যাব।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদর আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ বক্তব্য দেন।