গাজীপুরে অপহৃত শিশু ইয়াসিন আল মাহামুদকে (৪) অপহরনের ১০ ঘন্টা পর উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রæয়ারী) সকালে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু ইয়াসিন আল মাহামুদ ভোলা জেলা সদর উপজেলার কালিকৃতি গ্রামের মমিনুর রহমান ও ইসমত আরা দম্পতির ছেলে। তারা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিনাচালা (সেলিমনগর) এলাকার আবু সাঈদ গাজীর বাসায় গত দুই বছর যাবত ভাড়া থেকে স্বামী-স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে।

গ্রেফতার বিল্লাল হোসেন (৩৩) বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, শনিবার (২৪ ফেব্রæয়ারী) সন্ধ্যায় শিশু ইয়াসিন আল মাহামুদ ভাড়া বাসার সামনে খেলছিল। সাড়ে ৭টা দিকে ছেলেকে খোঁজতে গিয়ে তাকে পায়নি। পরে আশপাশের সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করতে থাকি। ওইদিন রাত সাড়ে ৮ টায় অজ্ঞাত ব্যক্তি (০১৯২৫-৯৩৬৮২২) মোবাইল নাম্বার থেকে আমার (০১৮২৯-৬২৬০১৬) মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলে আপনার ছেলেকে আমরা অপহরন করেছি এবং সে আমাদের হেফাজতে আছে। ছেলেকে পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপন দিতে হবে। এ বিষয়ে যদি থানা পুলিশ বা অন্য কাউকে জানান তাহলে ছেলের লাশ পাবো বলে ফোন কেটে দেয়। ঘটনাটি পুলিশকে জানালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওই মোবাইল নাম্বারের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার বিকেল ৩ টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অপহৃত শিশুকে তার বাবা-মা’র কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।