রুবেল মিনা :ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের ১৭ মাস বয়সের শিশু অর্থ সরকার।সুমন সরকার ও স্বপ্না সরকারের দম্পতির ২ ছেলের মধ্যে সবার ছোট সে।
আর সব শিশুর মতো দুরন্ত শৈশব কাটেনি অর্থের। মাত্র ৭ মাস বয়সে হার্ড ছিদ্র ধরা পরে তার।
এর পর থেকে অর্থের চিকিৎসা করাতে গিয়ে নগত টাকা, সোনা, বাড়ি, জমি, অর্থ সব হারিয়ে নিঃস্ব গোটা পরিবার। টাকার অভাবে প্রায় সব ধরনের চিকিৎসা বন্ধ অর্থের।
চিকিৎসকরা জানিয়েছেন, অর্থের হার্ড ছিদ্রের চিকিৎসায় খরচ পড়বে ৪ থেকে ৫ লাখ টাকা।
ছেলের এমন দুঃসময়ে অর্থের বাবা সুমন সরকার চোখের সামনে ছেলের কষ্ট পাওয়ার দৃশ্য দেখে আর চিকিৎসা না করাতে পারার বেদনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
এবিষয়ে কথা হয় অর্থের বাবা সুমন সরকারের সঙ্গে। তিনি বলেন, ডাক্তারের ভিজিট দেওয়া, ওষুধ কেনা বা একটা পরীক্ষা করানোর কোনো অবস্থাই নেই আমাদের। চোখের সামনে দেখছি একটা ফুটফুটে ছেলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ন্যূনতম চিকিৎসাটাও করাতে পারছি না।
পারিবারিক সূত্র জানায়, জন্মের পর থেকেই অর্থের জ্বর ঠাণ্ডা কখনোই সারতো না। পরে ফরিদপুরের এক শিশু বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে অর্থের হার্ড ছিদ্র ধরা পরে।এখন অর্থের বয়স১৭ মাস।
সম্প্রতি রোগী অর্থ সরকার চিকিৎসার অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে উঠেছে। ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের সদস্যরা এসেছিলেন গনমাধ্যম কর্মীর কাছে। তাদের আশা সাংবাদিকরা অসহায় অর্থের কথা তুলে ধরলে, দেশের সরকার, হৃদয়বান মানুষদের নজরে আসলে নিশ্চয়ই অর্থের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে।
দেশ ও প্রবাসের হৃদয়বান ভাইদের কাছে আবেদন সহযোগিতার আবেদন রাখেন অর্থের মা।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোবাইল নাম্বার :০১৮৭৯৬৪৮২০৯ বিকাশ( পারসোনাল)
ইসলামি ব্যাংক বোয়ালমারি শাখা(২০৫০৪১৭০২০০৩৭২৪১৬)