বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামে চার বছরের শিশু মুনিমকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে প্রতিবেশী আমিনুল ইসলাম (২০)। তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য জানান।
শনিবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরাফত ইসলাম জানান, শিশু মুনিম হত্যা মামলায় ছোট চাঙ্গুইর গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে আমিনুল ইসলামকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত কুয়ায় শিশু মুনিমের লাশ পাওয়া যায়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারি নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মুনিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়।