ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৫৬ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে ইতালির এনজিও পরিচালিত জাহাজ লাইফ সাপোর্ট। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম অভিযানে উদ্ধার পান ৪৬ অভিবাসনপ্রত্যাশী। তাদের সবাই- বাংলাদেশ, পাকিস্তান, সুদান, ইরিত্রিয়া ও মিসরের নাগরিক। খবর রয়টার্সের।

রাতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চালানো পৃথক অভিযানে ১১০ অভিবাসনপ্রাথীকে উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবীরা জানান, উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে অভিভাবকহীন ২৬ শিশু। এছাড়া দুই নারীর সাথে রয়েছে ৩ সন্তান। যদিও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি উদ্ধার কর্মীরা। ঝুঁকিপূর্ণ আর অবৈধ পথে ইতালি পৌঁছানো ছিল তাদের টার্গেট।

এদিকে, দেশটির কট্টর ডানপন্থী সরকার অভিবাসনপ্রার্থীদের প্রবেশের ব্যাপারে জারি করেছে কড়াকড়ি। ২০২২ সালেও ১৩ শতাধিক অভিবাসনপ্রার্থীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে।