চট্টগ্রামে ওয়াসার একটি প্রকল্প কাজের সময় গ্যাস পাইপ ছিদ্র হয়ে সড়কেই আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলার মিলিটারীপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার অধীনে বেশকিছু দিন ধরে ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ চলছে। এ জন্য সোমবার বিকেলে সড়ক খুঁড়ে একটি পাইপ ওয়েল্ডিং করার সময় কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির একটি গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একে একে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী বাদশাহ্ জানিয়েছেন, ওয়াসার ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্পের একাজ চলছে দীর্ঘদিন। পটিয়া সীমান্তের মিলিটারীপুল এলাকায় ওয়াসার পাইপ ওয়েল্ডিং করার সময় গ্যাস পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ আগুন মুহূর্তে পাইপ লাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে কারণে সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানিয়েছেন, গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে সড়কেই আগুন ধরে গেছে। এ আগুন নেভাতে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী ফায়ার সার্ভিস কাজ করছে।