ফরচুন বরিশালকে বিদায় করে বিপিএল নবম আসরের অঘোষিত ‘সেমিফাইনালে’ রংপুর রাইডার্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার তথা অঘোষিত সেমিফাইনাল ম্যাচে খেলবে রংপুর। সেই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে নুরুল হাসান সোহানেরনেতৃত্বাধীন দলটির।
রোববার মিরপুর শেরেবাংলায় এলিমিটিনেটর ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল।
এদিন টস হেরে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের ৪৮ বলের ৬৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৭০ রান করে বরিশাল।
টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর। দলের জয়ে ৫১ বলে চারটি চার আর সমান ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭১ রান করেন শামিম হোসেন। ২৯ রান করেন রনি তালুকদার।
ইনিংসের শেষ দিকে মাত্র ৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৮ রান করে দলকে জয় উপহার দিয় উল্লাসে মেতে ওঠেন শেখ মেহেদি হাসান।
Shares
facebook sharing button Share