৪০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরেছে সিরিয়ার এক পরিবার। গত সোমবারের ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম সিরিয়ায় ৪০ ঘণ্টা ধ্বংসস্তুপে আটকে ছিল একই পরিবারের পাঁচ সদস্য। এত সময় পরেও তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সামের আল-ওমর নামে একজন উদ্ধারকর্মী আল জাজিরাকে জানায়, আমরা আশা হারিয়ে ফেলেছিলাম, প্রচণ্ড ভয়ে ছিলাম। কয়েক ঘন্টা পরেও আমরা ধ্বংসস্তুপের নীচে থেকে কাউকে মুক্ত করতে পারিনি। অবশেষে আমরা একটি পরিবারকে বের করতে সক্ষম হয়েছি। উদ্ধার পাওয়া ওই পরিবারের সদস্যরা হলেন, স্বামী, স্ত্রী এবং তাদের তিন সন্তান।

তিনি আরো বলেন, আমরা শক্তিহীন ছিলাম বলে কেঁদেছি। এরপর আমরা আনন্দে কেঁদেছিলাম। আমরা তাদের জন্য অক্সিজেন নিয়ে এসেছিলাম। ধ্বংসস্তুপের ভেতর তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা এখন হাসপাতালে আছে এবং ভালো অবস্থায় আছে।

সূত্র : আলজাজিরা।