ভাষা সৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি-সম্পাদক আনোয়ারুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। মিডিয়া সেন্টারের উদ্যোগে রোববার দুপুরে হাজী আখতারুজ্জামান টাওয়ারের পঞ্চম তলায় মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকীর পরিচালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি, সমাজ কর্মি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুরো, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর শহীদ মো: ইব্রাহিম, সমাজ সেবক মোক্তার হোসেন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো পরিচালক এইচ,কে,এম আবুববকর সিদ্দিক, সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী, ন্যাপ নেতা রেজাউল করিম মনি, প্রয়াত আনোয়ারুল হকের পুত্র সুশোভন হক টুটুল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। স্মরণ সভার শুরু তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার ও প্রয়াত আনোয়ারুল হকের পুত্রবধু প্রভাষক সাবিনা পারভীন।