জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, রাজশাহী মহানগরের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ও ১৪ দলীয় জোটনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহীতে স্বাগতম জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী ও ১৪ দলীয় জোটনেএী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা উপলক্ষ্যে এবং তাঁর কাছে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ২৪শে জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে জাসদের একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালি শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি, রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, সহ-সভাপতি আশরাফুল ওমর দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,সাবেক ছাএনেতা জুয়েল খান প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির।
সভাপতির বক্তব্যে, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, ১৪ দলীয় জোটনেএী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়েপড়া রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা এখন দৃশ্যমান হয়েছে, মানুষ এখন সরাসরি তা দেখতে পাচ্ছে, তার সুফল ভোগ করছে। সারাদেশের মতো আমাদের মহানগরসহ এঅঞ্চলে গত এক দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন যে, ঐতিহাসিকভাবে রাজশাহী শিক্ষানগরী হিসেবে, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রেখে চলেছে। তাছাড়া বৃহত্তর রাজশাহী একটি কৃষিভিত্তিক অঞ্চল তাই, রাজশাহীতে একটি পূর্নাংগ কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ‘স্মার্ট বাংলাদেশের’ সময়ের দাবীতে পরিণত হয়েছে। এসময় তিনি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীতে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন করে -বেকারদের কর্মসংস্থান নিশ্চিতের এবং দুর্নীতিবাজ-লুটেরা-বিদেশে টাকা পাচার কারীদের দমন করে পাচারকৃত অর্থ ফেরত আনার জোর দাবী জানান।
কেন্দ্রীয় নেতা জুলফিকার মান্নান জামী প্রধানমন্ত্রীকে রাজশাহীতে স্বাগত জানান। এবং রাজশাহীর নগরী নিয়ে জাসদ নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর প্রতিযে দাবী সমূহের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
মহানগর জাসদ সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু তাঁর বক্তব্যে বলেন, দেশে শান্তি-উন্নয়ন-সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে। তিনি নিত্যপন্য-দ্রব্যমূল্য -বিদ্যুৎ-গ্যাসের দাম সহনীয় করার দাবী জানান। রাজশাহী ওয়াসার পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করাসহ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,মহানগর জাসদের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনজুর হোসেন শিবলী,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার,জনসংযোগ সম্পাদক সৈয়দ জোহের রনি,সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল,সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল,তানভীর হোসেন রুবেল,সদস্য ফয়সাল রহমান রানা,সোহাগ রহমান বাপ্পি,সাজন ইসলাম, সোহেল রাজ,তুষার আহমেদ,রক্তিম আহমেদ, বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।