গাজীপুরে একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। শুক্রবার জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর নারগানা এলাকার নারগানা স্পিনিং মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কালীগঞ্জ স্টেশনের সাব-অফিসার আবু বকর বলেন, কালীগঞ্জের নাগরগানা স্পিনিং মিলে শুক্রবার সকালে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন টিনসেডের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ, নরসিংদীর পলাশ, গাজীপুরের কাপাসিয়া ও সদর (জয়দেবপুর) স্টেশনের ৪টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর দুপুরে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তুলা ও উৎপাদিত সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।