জীবনানন্দের ভাষায়— নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দিন যত যায় পৃথিবী হারায় প্রিয় মানুষগুলোকে।বিশ্ব হারায় কিংবদন্তি তারকাদের।আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার পর এবার পরলোকগমণ করলেন সর্বকালের সেরা ফুটবলার তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। ম্যারাডোনোও মনে করতেন তিনি ছিলেন বিশ্বসেরা। খবর মার্কা নিউজের।
দিয়াগো ম্যারাডোনা এবং পেলের মধ্যে কে সেরা— এ নিয়ে ভক্তকুলের মধ্যে বিতর্ক বেশ পুরোনো। ভক্তদের মধ্যে বিতর্ক থাকলেও ফুটবলারদের মধ্যে রয়েছে পেলের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা।
মার্কা নিউজ বলছে, কয়েক বছর আগে যখন ম্যারাডোনা ফুটবল খেলছিলেন, তখন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শ্রদ্ধাভরে পেলের শ্রেষ্ঠত্ব স্বীকার করেন তিনি। ম্যারাডোনা বলেন, ‘পেলে ছিলেন সর্বশ্রেষ্ঠ, আমি তো সাধারণ একজন খেলোয়াড়। সবাই জানেন তিনিই সর্বকালের সেরা।’
তিনবারের বিশ্বকাপজয়ী ৮২ বছর বয়সে ইহলোক ছেড়েছেন। সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে পেলে অনন্য হয়ে আছেন। ফুটবল নিয়ে তার কীর্তি সবসময় জ্বলন্ত হয়ে থাকবে। তাই তো কিংবদন্তির বিদায়ে কাঁদছে ফুটবলবিশ্ব। সবাই শোকাভিভূত। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শোক প্রকাশ করে যাচ্ছেন বর্তমান ও সাবেক তারকারা।