দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাঁচটি পৌরসভা ও ৪৭ ইউপিতে সাধারণ এবং ৩৪টি ইউপি’র বিভিন্ন শূন্য পদে ভোট হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এসব ইউনিয়ন ও পৌরসবায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে।
পাঁচটি পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।
এরআগে গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেদিন কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ২৯ ডিসেম্বর ৫ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য পদে উপ-নির্বাচন হবে।