রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, নৌ চলাচল বন্ধ হয়ে গেলে দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি লোড অবস্থায় নোঙ্গর করে আছে। আর সকালে বেলা বাড়ার সাথে ঘাটে গড়ির সিরিয়াল বাড়তে শুরু করেছে।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো: সালাউদ্দিন।

তিনি বলেন, বুধবার রাত থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। তবে দিবাগত রাত ২টার দিকে কুয়াশা ঘন হতে শুরু করে। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ ছাড়াও কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না।

তিনি বলেন, কুয়াশার কারণে ফেরির মাস্টারদের সামনের পথ দেখতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

জানা গেছে, ফেরি চলাচল বন্দের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় বাস ও ট্রাকসহ শতাধিক যানবাহন রয়েছে।