প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা, সন্তান প্রসবসহ নারী ও শিশুদের সেবায় গৃহীত নানামুখী কর্মসূচি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মেরি স্টোপস বাংলাদেশের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (কর্পোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী। মেরি স্টোপস বাংলাদেশ নিয়ে উপস্থাপনা করেন ডা. ফারহানা আহমেদ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন মিডিয়া ব্যাক্তিত্ব শাহনাজ মুন্নী। অনুষ্ঠানে মেরি স্টোপস’র জেনারেল ম্যানেজার শিমুল চক্রবর্তী, ক্লিনিক অপারেশন্স ম্যানেজার এইচ এম আসাদুজ্জামান, ডিরেক্টর এক্সটারনাল রিলেশন্স এন্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফারহানা আহমদ, ডা. শারমীন খান, ডা. রেহানা সর্দার পলি প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু, মাসুদ রানা প্রমুখ।
আয়োজকরা জানান, সারাদেশে ৪০ টি ক্লিনিক ও হাসপাতাল নিয়ে নারী ও শিশুদের সেবায় কাজ করছে মেরি স্টোপস। ১৯৮৮ সাল থেকে এটি মাতৃ মৃত্যুহার কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মেরী স্টোপস ক্লিনিকের গাজীপুর বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক আসিফ মাহমুদ জানান, গাজীপুরে প্রসবকালীন অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসব চেষ্টায় ব্যার্থ হয়ে ক্লিনিকে আসেন। চিকিৎসা নেওয়ার ব্যাপারে অসচেতনতা, অসাবধানতার কারণে এমনটি হয়ে থাকে।
তিনি জানান, মাসে প্রসবকালীন চিকিৎসা নিতে আসা ১’শ মায়ের মধ্যে ৩৮ ভাগ মায়ের স্বাভাবিক প্রসব এবং ৬২ ভাগ মায়ের বিভিন্ন জটিলতার কারণে সিজারিয়ান অপারেশন করানো হয়। তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব মায়েরা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এবং উদাসীন। তাছাড়া গাজীপুরে প্রশিক্ষিত দাইয়ের যথেষ্ট অভাব রয়েছে।
তিনি আরো জানান, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভাসমান মানুষের বসবাস বেশি। পিক আওয়ারে সুযোগ না থাকা, পোশাক কারখানায় চাকুরী, তথ্য না জানাসহ মাতৃত্বকালীন চিকিৎসার ব্যাপারে বঞ্চিত থাকে। মেরী স্টোপস ক্লিনিকের দেওয়া চিকিৎসা সেবা এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণে গাজীপুরের প্রেক্ষাপটে এসব চিত্র উঠে এসেছে। মেরী স্টোপস এসব ক্ষেত্রে রোগীর চাহিদানুযায়ী চিকিৎসা সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ।