বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের সামনে। আজ ফাইনালে ফ্রান্সকে হারালেই মেসির হাত ধরে কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা। মেসি কি পারবেন নিজের ও লাখো আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন সত্যি করতে? শক্তিশালী ফ্রান্সকে হারাতে হলে লিওনেল স্কালোনির গোটা দলকে জ্বলে উঠতে হবে একসঙ্গে। লুসাইল স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হবে ফাইনাল।
গণমাধ্যমের খবর, ফাইনালের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ডি মারিয়া। নিষেধাজ্ঞা থেকে মুক্ত আকুনা ও মন্টিয়েলও। লিওনেল মেসিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা।
টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ডি মারিয়াকে রাখতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একাদশ সাজাতে হবে ৪-৩-৩ ফর্মেশনে। অর্থাৎ লিওনেল মেসি, হুলিয়ান আলভারাজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ডি মারিয়া। তবে ডি মারিয়া যদি শুরুর একাদশে না ফেরেন তাহলে তাহলে আগের ৪-৪-২ ফর্মেশন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।