সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক বিকাশ এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোবারক উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা ও বিকাশ ব্যবসায়ী।
মোবারকের স্বজনরা জানায়, বিকাশ এজেন্ট মোবারক উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে তার ব্যবসায়িক টাকা উঠিয়ে একটি ব্যাগে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
এ সময় মোবারক এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরলে অন্য ছিনতাইকারীদের মধ্যে একজন তার পায়ে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মোবারকের ক্ষতস্থানে গুলি আছে কি না সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি