ঘন কুয়াশার কারনে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ ভোর পাঁচটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। নদীপথ দৃষ্টিগোচর না হওয়ায় যাত্রী ও যানবাহণ নিয়ে দুইটি ফেরি এ সময় মাঝ নদীতে আটকা পড়ে।

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে থাকে যানবাহন। গতকালও কুয়াশার কারনে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া নয়টার দিকে ফেরি চলাচল স্বাবাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারনে এই নৌরুটে ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এসময় মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পরে। সকাল সোয়া নয়টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।