বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের করা দাবি মানতে নারাজ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ কারণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ফারদিনের মৃত্যুর সঠিক কারণ জানতে তারা ডিবি কার্যালয়ে গেছেন।
বেলা ১১টার দিকে বুয়েট শিক্ষার্থীদের একটি দল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যায়। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ফারদিনের মৃত্যু ও সুষ্ঠু বিচারের দাবিতে এদিন সকালে বুয়েটে তাদের মানববন্ধন করার কথা ছিল। ফারদিন আত্মহত্যা করেছে, ডিবি পুলিশের এ কথা তারা বিশ্বাস করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ডিবি। ফারদিনের আত্মহত্যা সংক্রান্ত তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাতে শিক্ষার্থীদের ডাকে তারা।