কিছুদিন আগেই শোনা গিয়েছিল বাবা শাহরুখ খানের প্রোডাকশনের হাত ধরে পরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। পরিচালনার পর এবার ব্যবসায়ও আত্মপ্রকাশ করবেন শাহরুখপুত্র।

ভারতে মদের নতুন ব্র্যান্ড খুলতে চলেছেন আরিয়ান খান এবং তার অংশীদাররা। বিখ্যাত সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবেন তারা।

বছর ২৫-এর আরিয়ান একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি সেরেছেন।

মিন্টের এক রিপোর্ট অনুযায়ী, আরিয়ান এবং তার দুই অংশীদার- বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা- একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন। মার্কেটে নিজেদের ব্র্যান্ড প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাদের। এর জন্য, তারা স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানি চালু করেছেন, যেটি বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী Anheuser-Busch InBev (AB InBev)-এর স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবেন।

নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে আরিয়ান মিন্টকে বলেছেন, ‘বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।’