রাজধানীতে বিএনপির গণসমাবেশের প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে যাত্রীবাহী বাসের কোন দেখা মিলছে না। মাঝে মধ্যে দুই-একটি ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস দক্ষিণাঞ্চলমুখী যেতে দেখা গেছে। তবে ঢাকামুখী কোনও পরিবহন মহাসড়কে নেই।
সরেজমিনে শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্য্যনগর, বন্দোরখোলা, পাঁচ্চর, কুতুবপুর, কাঁঠালবাড়ি ও পদ্মাসেতুর টোলপ্লাজাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাসস্টান্ডে ঘুরে দেখা গেছে, সকাল থেকে কোন যাত্রীবাহী বাস ঢাকামুখী যায়নি। অনেক সময় পর পর দুই-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী যেতে দেখা গেছে।
শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী দীন মোহাম্মদ বলেন, সকালে এখানে এসেছি। জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হবে। কিন্তু কোন গাড়ি নাই। তাই বাড়ি ফিরে যাচ্ছি।
একই স্টান্ডে দাঁড়িয়ে থাকা শিবচরের পশ্চিম কাচিকাটা বেপারী বাড়ির মসজিদের ইমাম মনির হোসেন। তিনি জানান, ঢাকায় আমার বোন অসুস্থ। তাকে দেখতে যাবেন তিনি। কিন্তু তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনও বাসের দেখা না মেলায় বাড়ি ফিরে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাচ্চর স্টান্ডে দাঁড়িয়ে থাকা বাসের এক কর্মচারী জানান, মালিকরা ভয় গাড়ি ছাড়তে দিচ্ছেন না। আমরা যারা দৈনিক হাজিরা ভিত্তিক চাকরি করি আমরা তো বিপদে আছি।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন নেই।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, আমাদের নিয়মিত কার্যক্রম চলছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম।