কাতার বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। নক আউট পর্বে যাতে জয় প্রয়োজন ছিল বেলজিয়ামের। ম্যাচে অসংখ্য সুযোগ পেয়েও ক্রোয়েশিয়ার জালে বল জড়াতে পারেনি বেলজিয়াম। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রবার্তো মার্তিনেজ বলেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে এটি ছিল আমার শেষ ম্যাচ। এটা আবেগঘন। আমি আর থাকছি না। খেলোয়াড় ও স্টাফদের বিদায় বলেছি। যাই ঘটতো না কেন, আমি চলে যেতাম। এমনকি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও। আমি বিশ্বকাপের আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন রবার্তো মার্তিনেজ। তার অধীনে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হয় বেলজিয়াম।