রাজশাহীতে বিএনপির গণসমাবেশের দুই দিন আগে থেকেই বিভাগের আট জেলায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট।

বৃহস্পতিবার ভোর থেকে রাজশাহী থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। ঢুকতেও দেখা যায়নি। তবে বিআরটিসি বাস ও ট্রেন চলছে।

এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দুর-দুরান্তের যাত্রীরা। একই সঙ্গে শনিবার রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। তাই বুধবার রাতেই অনেকে সমাবেশস্থল মাদ্রাসা মাঠে চলে আসেন।

শিরোইল টার্মিনালে যাত্রী রাকিবুল হোসেন বলেন, ঢাকায় যাওয়ার জন্য এসেছিলাম। বিকেলে পরীক্ষা রয়েছে। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, ১০ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

শনিবার নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় চলছে এ পরিবহন ধর্মঘট।