গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট ও গাঁজাসহ খুচরা বিক্রেতা ও সরবরাহকারী দুইজন মাদক ব্যবসায়ীকে সোমবার গ্রেফতার করেছে জিএমপি’র কাশিমপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪৫০ পিস ইয়াবা টেবলেট ও সাড়ে ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। জিএমপি’র কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকার মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে মোঃ সোহেল (৩৭) ও একই থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে সজিব হোসেন (৩৫)। জিএমপি’র কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে মহানগরীর কাশিমপুর নামাবাজারের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির সাড়ে ৬হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করা হয়। পরে দেয়া তথ্যের ভিত্তিতে ওই মাদক সরবরাহকারী সজিবকে সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা হতে আটক করা হয়। এসময় সজিবের কাছ থেকে দুই হাজার ১৫০ পিস ইয়াবা টেবলেট ও সাড়ে ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ সাড়ে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক সরবরাহকারী কক্সবাজারের কুতুব আলী ও ব্রাহ্মণবাড়িয়ার মাহবুব কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।