জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দেওয়ানগঞ্জের আওয়ামী লীগ নেতা ও বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের বিরুদ্ধে এ অভিযোগ। এ ঘটনায় এমপির ব্যক্তিগত সহকারী বিকাশ কবির ইমরান দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করেছেন।

ওই লিখিত অভিযোগে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের নির্মাণাধীন এলজিইডির একটি পাকা রাস্তা সংস্কার কাজে অনিয়মের বিষয়ে স্থানীয় ওই এমপি নির্বাহী প্রকৌশলীকে দেখতে বলেন।
নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক সরেজমিনে গিয়ে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ খবর জানতে পেরে ক্ষুব্ধ হন রাখাল। পরে গত বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে গিয়ে এমপির নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে এমপিকে হেনস্তাসহ তাঁকে মেরে ফেলার বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমপিপন্থি বিক্ষুব্ধ নেতাকর্মীরা চেয়ারম্যানের ওপর চড়াও হন। সংঘর্ষের আশঙ্কায় দেওয়ানগঞ্জ পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে এমপি আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিরুজ্জামান রাখাল বলেন, এসবই তাঁর বিরুদ্ধে যড়যন্ত্রের অংশ। আগামী ১৩ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। একটি মহল তাঁর বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে। অভিযোগ প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেবেন।