তেজগাঁও ট্রাকস্টান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে ট্রাক-কাভার্ডভ্যান চালকরা চোর-পুলিশ খেলছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘যখন মোবাইল কোর্টের অভিযান চলে তখন রাস্তায় ট্রাক থাকে না। আবার আমি যখন ভিজিটে যায় তখনও থাকে না। আমরা চলে এলেই আবার রাস্তার ওপর ট্রাক-কাভার্ডভ্যানের পার্কিং শুরু হয়ে যায়। চালকরা আমাদের সঙ্গে চোর-পুলিশের মতো খেলা খেলছে।’

শনিবার গুলশানের ডিএনসিসি নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ব্লুমবার্গ ফিলানথ্রপিস আওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্বের ৪০টি দেশের একশ’টি শহরের মেয়রদের সমন্বয়ে গঠিত সি-৪০ সম্মেলন থেকে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই জোট প্রতি তিন বছর অন্তর বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে মেয়রদের এ পদকে ভূষিত করে। এবার সি-৪০ সম্মেলন অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। গত ১৯ অক্টোবর সি-৪০-এর চেয়ারম্যান লন্ডন শহরের মেয়র সাদিক খান আতিকুল ইসলামের হাতে পদকটি তুলে দেন। সবুজায়ন, খেলার মাঠ ও পার্ক আধুনিকায়ন, খাল উদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে ভূষিত করা হয়। পাঁচটি ক্যাটাগরিতে সি-৪০টিভুক্ত ১১টি শহরের মেয়রদের এবার এ পদক পান।

আতিকুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এবার ২৪ ঘণ্টায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাতের পরও রাজধানীতে তেমন জলাবদ্ধতা হয়নি। দুয়েকটি স্থানে যেটুকু পানি জমে সেটাও যাতে না হয়, সে জন্য রাজধানীর কল্যাণপুর ওয়াটার পন্ডকে আরেকটি হাতিরঝিলে পরিণত করার কাজ চলছে। আর যেসব ভবন মালিক স্যুয়ারেজ লাইন লেক, খাল, ড্রেনে যুক্ত করেছে তাদেরকে আরেক মাস সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা নিজস্ব সেপটিক ট্যাঙ্ক তৈরি না করলে তখন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তাদের সচেতনতা বৃদ্ধির জন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ডিএনসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।