আফগানদের পিছুই ছাড়ছে না বৃস্টি। টি২০ বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠেই নামা হয়নি আফগানদের। প্রথম ম্যাচে ৫ উইকেটে ইংল্যান্ড এর বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বৃস্টিতে ভেসে যায় দ্বিতীয় ম্যাচ। আজ তৃতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি না হলে হয়তো আফগানরা আইরিশদের হারাতে পারত। তাহলে পয়েন্ট টেবিলে একটা অবস্থা তৈরি হতে পারত।
ভোর থেকেই বৃস্টির তোড়ে উইকেটে নামা সম্ভব ছিল না। বৃস্টি খানিকটা থেমে গেলে ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করেন। এছাড়া আফগান দলের কান্ডারি অলরাউন্ডার রশিদও মাঠে নেমে উইকেট পরখ করলেন। তবে শেষ অবদি ম্যাচ মাঠে গড়ায়নি।
আফগানরা ৩ ম্যাচে ১ হারে ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে এ গ্রুপে ৬ নম্বর দল। আর আয়ারল্যান্ড ৩ ম্যাচে ১ জয়, ১ হার আর ১ ড্র নিয়ে ৩ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে। আইরিশরা যদি নিজেদের বাকী থাকা ২ ম্যচে ১টি জয় পেয়ে যায় তাহলে পয়েন্ট হবে ৫। তাতে সেমিতে যাবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সে সুযোগ আফগানদের জন্য কম, কারণ তাহলে আফগানদের হাতে থাকা