আমেরিকা যুদ্ধ প্রিয় দেশ। সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই তাদের মূল কাজ। যুদ্ধ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, জাতিসংঘকে উপেক্ষা করে কোনো কোনো দেশ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছে। ফলে বাংলাদেশের মতো ছোট দেশগুলো বিপদে পড়ছে। রুশ-ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলছে। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

গণহত্যা নিয়ে বাংলাদেশে বিশেষ কোনো প্রোফাইল নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে এ ধরনের প্রোফাইল তৈরি হচ্ছে। এরপরই তা আন্তর্জাতিক সম্প্রদায়কে সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, সিকিউরিটি কাউন্সিলে কোনো ডেমোক্রেসি নেই। এ সময় সিকিউরিটি কাউন্সিলের সংস্কারের আহ্বান জানান তিনি।