অধিকৃত পশ্চিমতীরে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা এবং আরো ২১ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী। কয়েকটি এলাকায় অভিযান চালানোকালে ইসরাইলি সেনারা এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।
ফিলিস্তিনি ফাতাহ মুভমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে নাবলুসে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা অভিযান শুরু করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। এর মধ্যে একজন নিরস্ত্র ব্যক্তিও ছিলেন।
পরে রামাল্লাহর কাছে নবি সালেহ গ্রামে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয়। রামাল্লাহ হচ্ছে অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতর।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী তাদের নাবলুসে অভিযান চালানোর কথা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
সূত্র : আলজাজিরা