হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ বছর পর টি২০ বিশ্বকাপে অধরা জয় আয়ত্ব করেছে। এবার মিশন দক্ষিণ আফ্রিকাকে বধ করার মিশন। বৃহস্পতিবারের সুপার-১২ এ সাকিবদের নিজস্ব দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নতুন ভেন্যু শহর সিডনিতে। প্রোটিয়াবধের মিশন এটা এখন টাইগােরদের সামনে আপাতত বড় মিশনই বলা যায়।
আজ মঙ্গলবার সাকিব বাহিনী হোবার্ট থেকে বিমানে সিডনিতে পৌঁছায়। ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময়ে এটি দিবারাত্রির ম্যাচ।হিসেব অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টিতে আজও জয়ের কোনও ইতিহাস নেই। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে টাইগাররা। সবশেষ গত বিশ্বকাপে আরব আমিরাতের মাটিতে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এবার কি পারবে সে আক্ষেপ ঘোচাতে?
গ্রুপ-২ এ বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ভারত সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে সাকিবের দল।