রাজধানীর চকবাজার থানাধীন বুয়েট মসজিদের পিছন থেকে মো. ওলিয়ার রহমান (৫২) নামের এক বুয়েট কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, মো. ওলিয়ার রহমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার আঘাতের চিহ্নের জায়গায় হলুদ মাখানো রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের দিকে এ ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি বুয়েটের সিনিয়র পেইন্টার সরকারি হিসেবে চাকরি করতেন। তিনি বুয়েটের ভিতরেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।