বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও নিজস্ব আয়োজনে আজ শনিবার পল্টন ময়দান মাঠে “শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শেখ রাসেল কিডস রাগবি ফেস্টিভ্যাল-২০২২ ১০টি কিডস দল নিয়ে গ্রুপ পদ্বতিতে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও সিএসসি এবং সমাপনী অনুষ্ঠানে দুপুর ১২.৩০ ঘটিকার সময় উপস্থিত থেকে ১০০ কিডস খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট প্রদান করেন সানিডেল স্কুলের চেয়ারম্যান ডঃ তানভীর আহমেদ খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সস্পাদক মৌসুম আলী,যুগ্ন-সস্পাদক সাঈদ আহমেদ, সদস্য মোঃ সিরাজুল মিসলাম ও সস্পদক মোঃ সোরওয়ার রকিব সহ প্রমুখ। দুপুর ১টা ১৫ মিনিটে ফাইনাল খেলায় গ্রেগরিয়ানস ১০-০ পয়েন্টে সানিডেল-খ কিডস দল-কে পরাজিত করে চ্যাস্পিয়ন হয় অপরদিকে সানিডেল-খ কিডস দল রানার-আপ হয়।

অনুষ্ঠিত আজকের খেলার ফলাফলঃ

১ম খেলায় গ্রেগরীয়ানস কিডস গ্রেগরী-ক কিডস দল ১৫-০ পয়েন্টে গ্রেগরী-ক কিডস দলকে পরাজিত করে।
২য় খেলায় সানিডেল-খ কিডস দল ৫-০ পয়েন্টে সানিডেল-ক কিডস দলকে পরাজিত করে।
৩য় খেলায় ফরাশগঞ্জ কিডস ক্লাব ১০-০৫ পয়েন্টে গুলশান নিকেতন কিডস দলকে পরাজিত করে।
৪র্থ খেলায় ভিক্টোরিয়া কিডস দল ২০-০৫ পয়েন্টে আজাদ কিডস দলকে পরাজিত করে।
৫ম খেলায় জাগোয়ারস কিডস দল ৪০-০ পয়েন্টে ি সানিডেল-খ কডস দলকে পরাজিত করে।
৬ষ্ঠ খেলায় গ্রেগরী-খ কিডস দল ১০-০৫ পয়েন্টে গুলশান নিকেতন কিডস দলকে পরাজিত করে।
৭ম খেলায় ভিক্টোরিয়া কিডস দল ২৫-০৫ পয়েন্টে গ্রেগরী-ক কিডস দলকে পরাজিত করে।
৮ম খেলায় গ্রেগরীয়ানস কিডস দল ২০-০ পয়েন্টে আজাদ কিডস দলকে পরাজিত করে।
৯ম খেলায় জাগোয়ারস কিডস দল ১০-০ পয়েন্টে সানিডেল-ক কিডস দলকে পরাজিত করে।
১০ম খেলায় আজাদ কিডস দল ১০-০ পয়েন্টে গ্রেগরী-ক কিডস দলকে পরাজিত করে।
১১তম খেলায় গ্রেগরী-খ কিডস দল ৫-৫ পয়েন্টে ফরাশগঞ্জ কিডস দল এর সাথে ড্র করে।
১২ তম খেলায় গ্রেগরীয়ানস কিডস দল ০-০ পয়েন্টে ভিক্টোরিয়া না খেলাতে গ্রেগরীয়ানস কিডস দলকে পুর্ন পয়েন্ট দেওয়া হয়।

সেমিফাইনাল খেলার ফলাফল

১ম সেমিফাইনাল খেলায় সানিডেল কিডস দল ১৫-০৫ পয়েন্টে হারিয়ে ভিক্টোরিয়া কিডস দলকে
পরাজিত করে।
২য় সেমিফাইনাল খেলায় গ্রেগরিয়ানস কিডস দল ১০-০ পয়েন্টে জাগোয়ারস কিডস দলকে
পরাজিত করে।

উক্ত প্রতিযোগিতাটির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের নিউজ জন্য বিশেষভাবে অনুরোধ
করছি।

চ্যাস্পিয়ন : গ্রেগরীয়ানস
রানার-আপ : সানিডেল-খ

সূত্র : রাহবি ফেডারেশন