শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২ (দুই) দিন ব্যাপী রূপায়ণ সিটি শেখ রাসেল অনূর্ধ্ব–৫ আন্তঃজেলা নারী কারাতে প্রতিযােগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলােয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রূপায়ণ গ্রুপ এর কো–চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অলিম্পিক এসােসিয়েশনের উপ– মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ– সভানেত্রী আনজুমান আরা আকসির।
আরাে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌঃ ফিরােজা করিম নেলী, কারাতে সাব–কমিটির আহবায়ক এ্যাড. মায়া ভৌমিক, সদস্য সচিব সৈয়দা জান্নাত আরা সহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্মানীত সদস্যবৃন্দ।