টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ ওয়েস্ট ইন্ডিজ! এটাই এখন সত্য। নামিবিয়া হারিয়ে দেয় লঙ্কাকে আর আরেক সাবেক টি২০ বিশ্বকাপ শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজও শুরুর দিকেই। হেরে বসে। যে কারণে কঠিন সমীকরণে থাকা লঙ্কা সুপার-১২ পর্বের টিকিট পেলেও ওয়েস্ট ইন্ডিজ বাদ হয়ে গেল আজ।
প্রথম পর্বে বি গ্রুপে ওয়েষ্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর জিম্বাবুয়ে প্রত্যেকেই ১ ম্যাচে হার আর১টি ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে থেকে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে। যে জয় পাবে সেই সুপার-১২ পর্বের টিকিট পাবে। এমনই জানা তথ্য মাথায় নিয়ে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ আজ ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৪৬ রান। ওপেনার জনসনের ২৪ রান আর মিডল অর্ডারে নামা ব্র্যাডনের ৪৮ বলে ৬২ রানের ইনিংসে ছাড়া অন্যরা কেউ বিশেষ কিছৃ করতে পারেনি। পারলে স্কোরটা ২ শত রানের আশ-পাশে যেতে পারত।
সেটা যদি হতো তাহলে ১৭৫ টি২০ ম্যাচে অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হেসে খেলে ১৭.৩ ওভারেই আইরিশরা ১৫০ জমা করতে পারত না মাত্র ১ উইকেট ব্যয় করে। আইরিশদের ওপেনার মাউল ৪৮ বলে ৬৬, আরেক ওপেনার এ্যান্ডি ২৩ বলে ৩৭ আর ওয়ান ডাউনে নামা
লোর্কানের ৩৫ বলে ৪৫ রানেই ইন্ডিজের কফিনে পেরেক বসে যায়। ৭.৩ ওভারে এ্যান্ডিকে আউট করা ছাড়া ইন্ডিজ বোলাদের সফলতা বলতে কিছু ছিল না।
বি গ্রুপের পয়েন্ট টেবিলে আইরিশরা এখন প্রথম দল। বাকী আছে দ্বিতীয় বাছাই, স্কটল্যান্ড যদি জিম্বাবুয়েকে শুধু কেবল হারানে পারে তাহলেই হয়ে গেল। ৪ পয়েন্ট নিয়ে সুপার-১২ পর্বে খেলবে। আর যদি জিম্বাবুয়ে জিতে যায় তাহলেও একই কথা, সুপার-১২ এ বি গ্রুপে দ্বিতীয় দল জিম্বাবুয়ে।