দেশীয় জ্বালানীর উৎস অনুসন্ধানে প্রতিনিয়ত কাজ করছে সরকার কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এপপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স)।
এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর ২০২২ ইং শরীয়তপুর-১ নং কূপ খননের লক্ষ্যে বাপেক্সের বিজয়-১০ রিগ মাষ্ট উত্তোলন করা হয়।এ লক্ষ্যে ২০২২-২৫ সময়কালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬ টি অনুসন্ধান ,উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহন করেছে। এরই অংশ হিসেবে শরীয়তপুর-১ খননের কার্যক্রম বাপেক্স কতৃক শুরু করা হয়।শরীয়তপুর ১ খনন প্রকল্পটির মেয়াদ ১ জুলাই ২০২১ হতে ৩০ জুন ২০২৩ পর্যন্ত। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১০৬ কোটি টাকা। উক্ত কূপে ৭৩ বিসিএফ গ্যাস মজুদ এবং দৈনিক ১০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা যাচ্ছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম এপপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।