বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিক ভাবে ডিসেম্বর ২০২২ এ ভারত সফরের সফরসূচী ঘোষণা করেছে। এই সিরিজে রয়েছে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২টি টেস্ট ম্যাচ।
২০১৫ সালের পর এটিই হবে ভারতীয় দলের প্রথম বাংলাদেশ সফর। ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হয়। ৪ ও ৭ ডিসেম্বর প্রথম-দ্বিতীয় ওডিআই এবং ১০ ডিসেম্বর সিরিজের শেষ ওডিআই অনুষ্ঠিত হবে মিরপুরের উইকেটে। এরপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮-১৮ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্টের জন্য ঢাকায় ফিরবে দুই দল। অনুষ্ঠিত হবে ২২-২৬ ডিসেম্বর ২০২২।
সূত্র : বিসিবি