বি গ্রুপে আজ চি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলে সব কঠিন হয়ে গেল। আইরিশরা ৬ উইকেটে স্কটিংদের হারিয়ে হিসেব কঠিন করেছে। টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি গ্রুপের হিসেবটা কঠিন হয়ে গেছে।
পয়েন্ট টেবিরে জিম্বাবুয়ে ১ ম্যাচে ১ জয় আর ওয়েস্ট ইন্ডিজ ১ ম্যাচে ১ হার, এর সঙ্গে ২ ম্যাচ করে খেলেছে স্কটল্যান্ড- আয়ারল্যান্ড। দুই দলই ১টি করে হেরেছে ১টি করে জিতেছে, এর মানে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া তিন দলের পয়েন্ট২ করে সমান।
কিন্তু মাত্র ১ ম্যাচ খেলে থাকা জিম্বাবুয়ের সুযোগটা স্বাভাবিক ভাবেই বেশি। কারণ তাদের হাতে আছে ২ ম্যাচ। অন্যদিকে স্কটল্যান্ড- আয়ারল্যান্ড এর হাতে ১টি করে ম্যাচ। এ দুই দল থেকে যে কোন একটি দল সুপার-১২ এ যাবের্
আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সংগ্রহ করে ১৭৬/৫। জবাবে আইরিশ দল ১৯ ওভারে ম্যাচ জিতে নেয় ১৮০/৪।