বিপিএল ২০২২ আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেলে। শুরুটা করেছে সিলেট স্ট্রাইকার। আগে থেকেই ঘোষণা ছিল ১৯ অক্টোবর ঘটা করেই থিম সঙ্গ আর লোগোর উন্মোচণ করবে সিলেট স্ট্রাইকার।
অনুষ্ঠান ১২টায় শুরু কথা থাকলে দুপুর ১টার আগে তা শুরু করতে পারেনি সিলেট স্ট্রাইকারের আয়োজকরা। দুপুরে হোটেল সোনার গাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট ফিউটার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিক পক্ষ বক্তব্য রাখলেন।
তবে আর আগেই সিলেটের তারকা আইকন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির নাম ঘোষণা করা হলো। শুরুতেই মাশরাফি শুভেচ্ছা বক্তব্য দিলেন। এরপর মালিকপক্ষের বক্তব্য শুরু।
এর আগে সিলেট বিভাগের নান্দনিক ভিডিও চিত্র গুলো জায়েন্ট স্ক্রিনে ফুঁটিয়ে তোলা হলো উপস্থিত দর্শকদের সামনে। এর দলের টিম ম্যানেজম্যান্ট এর পরিচয় পালা। তাতে বিশেষ ভাবে সাবেক ক্রিকেটার তাপস বৈশকে পরিচয় করিয়ে দেয়া হয়।
এরপর দলের টিম ম্যানেজার সাবেক ওপেনার নাফিস ইকবাল, দলের সহকারী কোচ সাবেক ব্যাটসম্যান রাজিন সালেহ, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ, পেস বোলিং কোচ সৈয়দ রাসেলের নাম ঘোষণা করা হলো।
অনুষ্ঠানের মাঝপথে থিম সঙ্গটা শোনানো হলো। তারপর মাশরাফি. দলের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী, পরিচালক হেলাল বিন ইউসুফ, পরিচালক জাগলুল হুদা মিঠু, পরিচালক মোহাম্মদ নাইম খন্দকার, পরিচালক ইমাম হাসান, পরিচালক রাজিব খান ও পরিচালক সাইফুল রাজা চৌধুরী মঞ্চে উঠে লোগো উন্মোচণ করলেন। শুরু হয়ে গেলে সিলেট স্ট্রাইকারের বিপিএল ২০২২ এর পথচলা।