১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলা জাসাসের নির্দেশে মধুখালী উপজেলা ও পৌর জাসাস এর লিফলেট বিতরণ সভাপতিত্ব করেন-মধুখালী উপজেলা জাসাস এর বিপ্লবী সাধারণ সম্পাদক- গালিব হাসান রিওন ও মধুখালী পৌর জাসাসের সংগ্রামী সভাপতি – মোঃ আরিফ শেখ এর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন- মধুখালী পৌর যুবদলের সভাপতি প্রার্থী -মাহাবুব তালুকদার সহ জাসাস, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে মধুখালী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক- গালিব হাসান রিওন বলেন,আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ শত বাধা বিপত্তি উপেক্ষা করে যে কোনো মূল্যে সফল করতে হবে,দেশ মাতার মুক্তি ও গনতন্ত্র পূর্ণউদ্ধার আন্দোলনে-শহীদ ভাইদের রক্তের জবাব দিতে আমরা মধুখালী জাসাস প্রস্তুত – ১২ তারিখে ফরিদপুর যাওয়ার পথে যেখানেই স্বৈরাচার সরকারের বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ।